
নির্বাচনের দিন সন্ধ্যায় ১৮ দলীয় জোটের দেওয়া টানা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচিটি আরও ১২ ঘণ্টা বাড়লো। আগামিকাল সকাল ছয়টা পর্যন্ত থাকা হরতাল কর্মসূচিটি বাড়িয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত করেছে দলটি। সেই সাথে শুক্রবার দেশের সকল মসজিদ- মন্দিরে দোয়া-প্রার্থনা এবং ১১ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জোটের পক্ষ থেকে হরতাল বাড়ানোর এ ঘোষণা দেন।
সেলিনা রহমান বলেন, সরকার ধরপাকড় চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখতে চায়। ১৮ দলীয় জোটের এ গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
আজ বিএনপির শীর্ষ তিন নেতাকে আটকের প্রতিবাদে ও পূর্বনির্ধারিত হরতাল কর্মসূচি বাড়িয়ে ৬০ ঘন্টা করা হলো বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরের দিকে বিএনপির তিনজন শীর্ষনেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইন উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সাংসদ নাজিম উদ্দিন ও বিএনপি নেতা ফজলুল হক মিলন।
বিস্তারিত আসছে……………