জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহা-সমাবেশ করবে আওয়ামী লীগ। ১০ জানুয়ারির এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলীয় সভানেত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে দলীয় সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবয়দুল কাদের।
সভায় আরো উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সমাপাদক ডা. দীপু মনি ও অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য মমতাজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সংসদ সদস্যরা।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে এটাই আওয়ামী লীগের প্রথম জনসমাবেশ।
এসএসআর