
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সময়ে কিছু টেলিভিশন চ্যানেল সন্ত্রাস ও জঙ্গিবাদকে উসকে দিচ্ছে। আমাদের সরকার ক্ষমতায় এসে অনেকগুলো টেলিভিশন চ্যানেল খোলার অনুমতি দিয়েছে। আর এসব চ্যানেল খোলার কারণে দেশে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছেও বলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ৪১ শতাংশ ভোট পড়েছে। অনেক উন্নত দেশেও এতো ভোট পড়ে না।
তিনি বলেন, বিএনপি নির্বাচন ঠেকাতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তাই আমরা আশা করি আর কিছুই আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না।
মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিডিয়া এমন অনেক সংবাদ প্রকাশ করেছে যা সরকারকে অনেক সাহায্য করেছে আবার এমন কিছু সংবাদ প্রকাশ করেছে যা সন্ত্রাস ও জঙ্গিবাদকে উসকে দিয়েছে।
তিনি আরও বলেন, আগে এতো টেলিভিশন চ্যানেল ছিল না। আমাদের সরকার ক্ষমতায় এসে অনেকগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমতি দিয়েছে। আর বেশি সংখ্যায় চ্যানেল খোলার কারণে বেকারত্ব কমে গিয়ে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ সময় তিনি টেলিভিশন চ্যানেলগুলোকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এসএসআর