
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর যাত্রাসিদ্ধি এলাকায় কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা হামলায় চালক নিহত হয়েছে। এছাড়া মারাত্নকভাবে দগ্ধ হয়েছে চালকের সহকারী।
সোমবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গাড়ী চালকের নাম শাহ আলম (৩৫)। আহত চালকের সহকারীর নাম আল আমিন বলে জানা গেছে।
জানা যায়, কাভার্ড ভ্যানটি গার্মেন্টস সামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে ১২টায় কাভার্ড ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর যাত্রাসিদ্ধি এলাকায় পৌছালে অতর্কিতভাবে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এসময় ঘটনাস্থলেই চালক শাহ আলম নিহত হয়। মারাত্নকভাবে দগ্ধ অবস্থায় আল আমিনকে ফেনীর সদর হাসপাতালে ভর্তি করা হয়।