
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেনের মেয়াদ এক বছর বাড়ালো সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ মেয়াদ বাড়ানো হয় বলে জানায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ভরযোগ্য সূত্র।
এনবিআর সূত্র জানায়, বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা গোলাম হোসেন ২০১২ সালের ২৯ অক্টোবর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব নেন। আগামি বুধবার তার অবসরকালীন ছুটি (পিআরএল) শুরু হওয়ার কথা। তবে আজকের এ প্রজ্ঞাপনের ফলে তাকে আর ছুটিতে যেতে হবে না। এরআগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেছেন।
এইউএন/এআর