
নির্বাচনী কাজে দূর্নীতির অভিযোগে গাইবান্ধার ডিসি মো. জহুরুল ইসলাম রোহেল এবং এসপি সাজিদ হোসেনকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপ-সচিব মিহির সরোয়ার মোর্শেদ স্বাক্ষরিত বদলির এ চিঠি পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর।
একই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মূখ্য সচিব এবং কেবিনেট সচিব বরাবর।
চিঠিতে উল্লেখ করা হয়, গাইবান্ধার কেন্দ্রগুলোর ফলাফল পাঠাতে গড়িমসি করার পর সুনির্দিষ্ট কারণ জানাতে না পারায় তাদেরকে বদলির নির্দেশ দেয়া হয়েছে।
কবির/সাকি