৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে

CEC

CECপ্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে ৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তিনি রোববার রাত আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা সকলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে চেয়েছি। আমরা এর আগে সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করেছি।  এবারও আমারা তেমন করার চেষ্টা করেছি।’

তার মতে নির্বাচন কমিশন যে ভাবে চেয়েছে সে ভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। এ সময় তিনি সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দেন।