
চট্টগ্রাম নগরীর ঝাউতলা বাজারের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে গেছে। সোমবার দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি ঘটনাস্থলে এসে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর নিম্ন আয়ের মানুষদের বসবাস খুলশী থানার ঝাউতলা বাজারের এ বস্তটিতে আগুন লেগে পুড়ে গেছে অনেকগুলো বসতঘর। বস্তিটিতে ছোট ছোট ঘরগুলি পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজলুল কাদের জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আরও তিনটি গাড়ি এসে যোগ দেয় সেখানে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় বস্তির কমপক্ষে এক থেকে দেড় শতাধিক বসতঘর ও মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।
ইআর