
রোববার যশোরের রূপদিয়ায় জামায়াত শিবির ও যৌথবাহিনীর মধ্যে সংঘর্ষে র্যাবের এক সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে ৩ জন জামায়াত শিবিরের কর্মী ও একজন র্যাবের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে রূপদিয়া বাজারে অবরোধকারীদের কবলে পড়ে র্যাবের একটি টহল দল। এ সময় অবরোধকারীরা র্যাবের একটি গাড়ি ভাঙচুর করে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে জামায়াত শিবিরের ৩ কর্মী গুলিবিদ্ধ হয়।
অন্যদিকে, অবরোধকারীদের হামলায় আহত হয় র্যাবের একজন সদস্য। গতকাল রাতে একই স্থানে অবরোধকারীরা হামলা চালিয়ে র্যাবের আরও একটি গাড়ি ভাঙচুর করে। এছাড়া, গতরাতে রূপদিয়ার মুন্সেফপুর ও মথুরাপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়ি ঘর ভাঙচুর করে।