
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপির ২ কর্মী নিহত হয়েছেন। রোববার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার খাগড়াবাড়ি গ্রামের বিএনপিকর্মী হারুন এবং বাসুদেবপুরের জয়নাল।
দৃপুর ১ টার দিকে বিএনপির কর্মীরা লাঠিসোঠা এ নিয়ে ওই ভোট কেন্দ্রের দিকে আসতে থাকলে পুলিশ বাধা দেয় । এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তাদের ২ জন কর্মী নিহত হন।
এদের মধ্যে হারুনের লাশ তার আত্মীয় স্বজনেরা বাড়িতে নিয়ে যান। অন্যদিকে জয়নালের লাশ পুলিশ সদর হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে।
এ নিয়ে দুপুর ২ টা পর্যন্ত ঠাকুরগাঁওসহ নির্বাচনী সহিংসতায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে রংপুরের পীরগাছায় দুই জন, নীলফামারীর ডিমলা ও জলঢাকায় একজন, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একজন, লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন, দিনাজপুরের পাবর্তীপুরে তিনজন এবং ফেনীর সোনাগাজীতে দু’জন প্রাণ হারান।
নিহতদের মধ্যে একজন আনসারের প্লাটুন কমান্ডার বলে জানা গেছে।
এসআর/