
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের ২২টি সংস্থা পর্যবেক্ষণ করবে। এতে তাদের ১০ হাজার ২০৫ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবে।
ইসি সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে একর্ডের ২৬০ জন, বাঁচতে শেখার ২৬০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির ৬৫০ জন, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ থেকে ৩৯০ জন, কোস্ট ট্রাস্ট থেকে ৬৫০ জন, ডেমোক্রেসি ওয়াচ থেকে ৫২০ জন, ডাক দিয়ে যাই থেকে ২৬০ জন, গন কল্যাণ সংস্থা থেকে ৫২০ জন, ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকে ৪৫৫ জন, জানিপপ থেকে ৫২০ জন, জাগরণী ক্রিয়া চক্র থেকে ৫২০ জন, খান ফাউন্ডেশন থেকে ৫২০ জন, লাইট হাউজ থেকে ৭৮০ জন, ম্যাসলাইন মিডিয়া সেন্টার ৬৫০ জন, মানবিক সাহায্য সংস্থা থেকে ৫২০ জন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে ২৬০ জন, রাইট যশোর থেকে ৩৯০ জন, রুপান্তর থেকে ৫২০ জন, সলিডারিটি থেকে ২৬০ জন, উত্তরন থেকে ২৬০ জন, ওয়েভ ফাউন্ডেশন থেকে ৯১০ জন, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে ১৩০ জন পর্যবেক্ষক রয়েছে।
ইলেকশন ওয়ার্কিং গ্রুপের এ সদস্যরা ৮০টি নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করবে।
কবির/সাকি