
নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক থেকে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল ফায়েজকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর মৌসুমী আবাসিক এলাকার একটি বাসা থেকে আটক করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনজুর মোর্শেদ বলেন, সাতকানিয়া উপজেলার জামায়াতের আমির মাওলানা আবদুল ফয়েজকে নগরীর কোতোয়ালী থানা মৌসুমী আবাসিক এলাকার একটি বাসায় তাকে নেতাকর্মীদের সাথে গোপন বৈঠক করা অবস্থায় আটক করা হয়। বৈঠকে নির্বাচনকে ঘিরে নাশকতা করা হচ্ছিল বলে জানা গেছে। আটক জামায়াতের এই নেতাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।