
ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতি ও হাসানউজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নিবার্চিত হয়েছেন সহ-সভাপতি পদে আমিনুর রহমান ফরিদ, এম এ সালাম, রেশাদুল হাকিম, সহ-সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন তিতু , দপ্তর সম্পাদক শেখ মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. হায়দার আলী খান, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, পাঠাগার সম্পাদক মো. হারুন আনসারী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, আহম্মদ ফিরোজ , মশিউর রহমান খোকন , সাইদ আলী হোসেন , খন্দকার আলী আরশাদ কাজল, মাহাবুব হোসেন পিয়াল ও মাহাবুবুল ইসলাম পিকুল।
এ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক অধ্যাপক এম এ মতিন এবং সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন খন্দকার মাহফুজুল আলম মিলন ও অধ্যাপক মিজানুর রহমান মানিক।
কেএফ