
দক্ষিণ সুদানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিদ্রোহি গ্রুপের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট সালভা কির ইউনাইটি এবং জংলেই প্রদেশে এই জরুরি অবস্থা ঘোষণা করেন। খবর সিএনএনের।
জাতিসংঘ এবং প্রতিবেশি দেশগুলোর চাপে উভয়পক্ষ দুই সপ্তাহ ধরে চলমান সংঘর্ষ বন্ধ করে শান্তি আলোচনায় বসতে সম্মত হয়। শান্তি আলোচনার পদক্ষেপ হিসেবে প্রেসিডেন্ট কির গত ১লা জানুয়ারী এই ঘোষণা দেন।
উভয় পক্ষের প্রতিনিধি দল শান্তি আলোচনায় শুরু করতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছেছে। এই আলোচনায় সংঘর্ষ বন্ধ করে সমঝোতায় পৌছানোকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।
গত ১৫ ডিসেম্বর কির তার সহকারী রিয়েক ম্যাচারকে বরখাস্ত করলে দেশটিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে ১ হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ঘরছাড়া হয়ে মানবেতর জীবন-যাপন করছে।