চট্টগ্রাম যৌথবাহিনীর অভিযানে আটক ৪১

আটক

আটক

চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে করা নাশকতা ও সহিংসতার মামলায় ৪১ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার রাতে চট্টগ্রাম নগরীতে পুলিশের অভিযানে ৬ জন এবং যৌথবাহিনীর অভিযানে সীতাকুন্ডে ১৮ জন, লোহাগাড়ায়  ৬ জন, সাতকানিয়ায় ৬ জন এবং বাশঁখালীতে ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃত ৪১ জনের বিরুদ্ধে সম্প্রতি সময়ে বিভিন্ন নাশকতা ও সহিংসতা মামলায় আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনজুর মোর্শেদ জানান, নগরীতে বিভিন্ন সময়ে নাশকতা ও সহিংসতার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাশকতাকারীদের ধরতে এমন নাশকতা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সীতাকুন্ড থানার ওসি ইফতেহার হাসান জানান, আটক ১৮ জনের বিরুদ্ধে সীতাকুন্ড মহাসড়কে বিভিন্ন সময়ে নাশকতা করায় মামলা হয়েছে। সেই অভিযোগে তাদের গ্রেপ্তার করা