
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আর মা্ত্র দু’দিন বাকি। নির্বাচনের ঠিক আগ মুর্হূতে প্রধানমন্ত্রী তার ভাষণে নির্বাচন এবং জাতীয় বিভিন্ন গুরুত্বর্পূণ বিষয় নিয়ে সরকারের বক্তব্য তুলে ধরবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি বেতারে সরাসারি সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রী এমন এক সময় ভাষণ দিচ্ছেন যখন আগামি সংসদ নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং তফসিল বাতিলের দাবিতে অনড় রয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। বর্তমানে ১৮ দলীয় জোটের দেশব্যাপী অনিদির্ষ্টকালের অবরোধের কারণে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
কেএফ