বিও হিসাবে রাইটের অর্থ পাঠাল বিডি ফ্যাইন্যান্স

  • mukto rani
  • January 1, 2014
  • Comments Off on বিও হিসাবে রাইটের অর্থ পাঠাল বিডি ফ্যাইন্যান্স

BD-Finance-Limtiedপুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ফ্যাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের রাইট শেয়ারের অর্থ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি একাউন্টে (বিও)পাঠানো হয়েছে। ১ জানুয়ারি,২০১৪ বুধবার এই অর্থ শেয়ার হোল্ডারদের হিসাবে পাঠায় কোম্পানিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০০৭ সালে পুজিঁবাজারে তালিকাভুক্ত হয়।২০১৩ সালে কোম্পানির শেয়ারহোল্ডাদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।বর্তমানে এই কোম্পানির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ৪৭।

 

এমআরবি/