
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘এশিয়ান’ টিভিতে জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করলেন তারুণ্য দীপ্ত সাংবাদিক নবীন হাসান। সাংবাদিকতার হাতে খড়ি সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ ও দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রালাপ থেকে। তিনি এই পেশায় প্রবেশ করেন ১৯৯৮ সালে। এর পর ঠাকুরগাঁও থেকে প্রকাশিত একমাত্র দৈনিক লোকায়নের স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক জনতা এবং ২০১২ সালে দৈনিক মানবকন্ঠের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি এশিয়ান টিভি ছাড়াও জাতীয় দৈনিক মানবকন্ঠ ও স্থানীয় দৈনিক লোকায়ন এবং দেশের প্রথম বাণিজ্যিক অনলাইন নিউজ পোর্টাল ‘অর্থসূচক’-এ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি খেলাধূলা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সাকি/