
বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত মানহানির অভিযোগের মামলাটি ফের খারিজ করে দিয়েছে আদালত।
দু’পক্ষের শুনানি শেষে মামলা খারিজের ঘোষণা দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর।
এর আগে বুধবার সকাল ১০টায় এ মামলাটির আদালতে দন্ডবিধির ৫০০ ও ৫০৪ ধারায় দায়ের করেন বাদী আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মোল্লা। আদালতে তার পক্ষে ছিলেন এডভোকেট ননী গোপাল।
এদিকে মঙ্গলবার বেগম জিয়ার বিরুদ্ধে একই অভিযোগ এনে মামলা করছিলেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। গতকাল আদালত সেটিও খারিজ করে দেয়।
এমআর