
তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। সেই সাথে ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
মঙ্লবার সকাল সাড়ে ১০টায় চার্জশীট গ্রহণ করে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত ২০ ডিসম্বর ত্যাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে প্রানহানীর ঘটনায় দেলেয়ারসহ ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে সিআইডি পুলিশ।
গত ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুড়ে নিহত হয় ১১১ জন পোশাক শ্রমিক।