প্রেস ক্লাব এ হামলার নিন্দা জানিয়েছেন বিকল্প যুবধারা ।

  • Ruba
  • December 31, 2013
  • Comments Off on প্রেস ক্লাব এ হামলার নিন্দা জানিয়েছেন বিকল্প যুবধারা ।

প্রেস ক্লাব এ সাংবাদিক ও সুপ্রিমকোর্ট এ আইনজীবীদের দের  উপর হামলার নিন্দা জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের যুব সগঠন বিকল্প যুবধারা ।

এক প্রতিবাদ লিপি তে  তে বিকল্প যুবধারার যুগ্ম গণমাধ্যম সম্পাদক সাইফুল ইসলাম শোভন বলেন এই ধরনের হামলা গনতন্ত্রের জন্য হুমকি সরূপ ।অবিলম্বে দোষী দের দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া উচিত যেন ভবিষ্যৎ এ ধরনের ঘটনা না ঘটে। এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রতিবাদ  লিপি তে সাক্ষর করেন সংগঠনের সভাপতি ওবায়দুর রাহমান মৃধা সাধারণ সম্পাদক আসাদুজামান বাচ্চু ও যুগ্ম গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শোভন ।