
রোববারের মার্চ ডেমোক্রেসির প্রথম দিনে মিছিলে পুলিশী হামলার প্রতিবাদ, মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার বন্ধের দাবি এবং প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রংপুরে মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে আঠারো দলীয় জোট।
সোমবার দুপুরে নগরীর স্থানীয় একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে আঠারো দলের পক্ষে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামসুজ্জামান সামু মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য রংপুরবাসীর প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে রোববারের মার্চ ডেমোক্রেসির কর্মসূচীতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, সরকারের এজেন্ডা বাস্তবায়নে পুলিশ আজ আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত হয়েছে।
বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে একতরফা নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরে আসতে দেয়া হবে না বলে হুশিয়ারী দেয়া হয়।
এসময় বিএনপিসহ আঠারো দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতার বন্ধের দাবি জানান।