রংপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির আড়াই শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • Emad Buppy
  • December 30, 2013
  • Comments Off on রংপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির আড়াই শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Rangpur Photo(6)(Bikhove)30-12-13রংপুরে মার্চ ফর ডেমোক্রেসির প্রথম দিনে (রোববার) পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার মধ্যরাতে মামলাটি করেন কোতয়ালী থানার এসআই সেলিমুর রহমান।  মামলা সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং ভাংচুরের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়ছে।

মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ ২৩ জনের নাম উল্লেখ করে ২৫০ জন অজ্ঞাত নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানা গেছে।

এআর