ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

  • Emad Buppy
  • December 30, 2013
  • Comments Off on ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
bramonbaria

bramonbariaঅবরোধ ও হরতালে বিভিন্ন নাশকতা চেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় পাওয়া যায় নি।

জানা যায়, গতকাল রাত থেকে আজ সোমবার বার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্নস্থানে অভিযান  চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অবরোধ ও হরতালে নাশকতা চেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় পাওয়া যায় নি। প্রতিরাতেই জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বলেন, অবরোধ ও হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।