
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশের পরিচালনা পর্ষদ সম্পদের পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির তিন স্থায়ী সম্পদের জমি এবং ভবনের পুনর্মূল্যায়নের পর মূল্য বেড়েছে ২০ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির পুনর্মূল্যায়িত সম্পদ ৩১ ডিসেম্বর ২০১৩ সালে শেষ হওয়া অর্থবছরের আর্থিক হিসাবে যোগ করা হবে।
বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন রয়েছে ১ হাজার ৪৪৫ কোটি ৭৯ লাখ টাকা। এ কোম্পানির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ৯৩৭ দশমিক ৫। ২০০৪ সালে পুজিঁবাজারে তালিকাভুক্ত হয়।
এমআরবি/