
প্রচন্ড শীতের সাথে গত কয়েক দিনের ঘনকুয়াশায় নাকাল ফরিদপুরের গ্রামীণ জনপদে বসবাসকারী হাজারো মানুষের জীবন। অপরদিকে ঘন কুয়াশায় নষ্ট হতে চলেছে রবি মৌসুমে বপন করা কৃষি ফসল।
জানা যায়, গত কয়েকদিনে ফরিদপুর অঞ্চলে বেড়ে গেছে শীতের প্রকোপ। সেই সাথে ঘনকুয়াশা নতুন মাত্রা যোগ করেছে দুর্ভোগে। কৃষি প্রধান ফরিদপুরের মাঠ জুড়ে থাকা নানা ফসল নষ্ট হতে বসেছে ঘন কুয়াশায়। আর শীতের কারণে অসহায় হয়ে পড়েছে মানুষের পাশাপাশি পশু পাখিও। তবে, সাধ্য অনুযায়ী চলছে শীত নিবারণের চেষ্টা। কেউ আগুন জ্বালিয়ে আবার কেউবা চুলার আগুনের তাপে নিজেকে উষ্ণ রাখতে চেষ্টা চালাচ্ছে। শীতের কারণে অধিক ঝুকিতে রয়েছে বয়োবৃদ্ধরা। বয়সের পড়ন্ত বেলায় শীতে প্রকোপ আর যেন সহ্য হয় না।
ফরিদপুরের চাষীরা জানান, শীতের সাথে ঘনকুয়াশায় পুড়ে যাচ্ছে (লাল হয়ে যাচ্ছে) ধানের বীজতলা। জাব পোকার আক্রমণে আক্রান্ত হচ্ছে রাই-সরিষা, মুসুড়িসহ নানা জাতের রবি মৌসুমের ফসল।
শ্রমজীবিদের মতে, শীত যতই পড়ক না কেন পেটের তাগিদেই কাজের সন্ধ্যানে ছুটতে হচ্ছে দৈনন্দিন উপার্জন করে খেটে খাওয়া সাধারণ মানুষকে। প্রকৃতির দুর্যোগের শিকার মানুষগুলো অপেক্ষায় রয়েছেন, দূর্যোগ কেটে গিয়ে স্বাভাবিক দিনের নতুন আলো দেখার।