পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। কোম্পানি চারটি হল- জেমিনি সী ফুড, ডেফোডিল কম্পিউটারস, উসমানিয়া গ্লাস এবং আরএন স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের কোনো লভ্যাংশ প্রদান না করায় জেমিনি সী ফুড ও ডেফোডিল কম্পিউটারস এবং যথাসময় এজিএম না করায় উসমানিয়া গ্লাস এবং আরএন স্পিনিং মিলস লিমিটেড ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
আগামি ১ জানুয়ারি থেকে এসব কোম্পানির কার্যক্রম ‘জেড’ ক্যাটাগরিতে হবে।
নিয়ম অনুযায়ী কোনো কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেলে ওই কোম্পানিতে লেনদেন করার জন্য বিনিয়োগকারীদের লোন সুবিধা বন্ধ হয়ে যায়। আর এ জন্যই স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্রোকারেজকে এ কোম্পানিগুলোতে বিনিয়োগ করার জন্য কোনো ধরনের লোন প্রদান না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
এমআরবি/