
পুঁজিবাজার স্থিতিশীলতার লক্ষ্যে আবারো একক গ্রাহক ঋণসীমার সময় বাড়ানো হয়েছে। সময়সীমা অগামি ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সর্ম্পকিত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে একক গ্রাহক ঋণ সমন্বয় করতে কেন্দ্রীয় ব্যাংক অগাস্ট মাসে একটি নির্দেশনা জারি করে।
তবে পুঁজিবাজারের অব্যাহত দরপতনের মুখে গত ১৯ সেপ্টেম্বর ২০১১ সালে এ সময় এক বছর বাড়িয়ে ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এর পর এসময় আবার বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০১৩ করা হয়েছিল। আজ আবারো এই সময় এক বছর বাড়ানো হলো।