অ্যাপল সিইও টিম কুক মোট বেতন-ভাতা পেয়েছেন ৪.২৫ মিলিয়ন মার্কিন ডলার

Tim Cookটেকনোলজি জায়ান্ট অ্যাপল শুক্রবার জানিয়েছে, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা টিমোথি কুক চলতি বছর মোট বেতন-ভাতা ৪.২৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন। পরিমাণটা গত বছরের তুলনায় দুই শতাংশ বেশি বলে জানা গেছে। খবর আরটিটি নিউজের।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে স্বাক্ষরিত বার্ষিক বিবৃতিতে অ্যাপল এ কথা জানায়।

কুক ২০১১ সালের আগস্ট মাস থেকে দুই বছরের মতো অ্যাপলে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি মূল বেতন, প্রনোদনা সুবিধাসহ ৪ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারের বেতন-ভাতা পেয়েছেন। গত বছর এই বেতন-ভাতার পরিমাণটা ছিলো ৪ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০১১ সালে পেয়েছিলেন ৩৭৮ মিলিয়ন মার্কিন ডলার।

কুকের বেতন ২০১২ সালের তুলনায় ১ দশমিক ৩৬ মিলিয়ন এবং ২০১১ সালের তুলনায় শুন্য দশমিক ৯ মিলিয়ন বেড়েছে। তবে স্টক অ্যাওয়ার্ড ও নন ইকুইটি ইনসেন্টিভ দেওয়া হয়নি তাকে। অবশ্য ২০১৩ সালে কোম্পানির কোনো নির্বাহী কর্মকর্তাই স্টক অ্যাওয়ার্ড পাননি।