২২ তামিলকে আটক করেছে শ্রীলঙ্কা

22 tamil naduশ্রীলঙ্কাতে আটকে থাকা ২২০এর বেশি তামিল জেলেদের ছেড়ে দেওয়ার চাপের মধ্যেও আবার দেশটির নৌবাহিনী ২২ জনকে আটক করেছে। পল্ক স্ট্রেইটে আজ রোববার সকালে মাছ ধরার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতের দি ইনডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

শ্রীলঙ্কার জলসীমার মধ্যে মাছ ধরার অভিযোগে পুদুকত্তায় জেলার জগোদাপাত্তি নামের এলাকা থেকে এসব জেলেদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌ কর্তৃপক্ষ।তারা জানায়, ছয়টি নৌকাসহ তাদেরকে কংগেসনতুরায় বন্দরে নেওয়া হয়েছে।

অন্যদিকে  কাছাথিভু এলাকায় মাছ ধরার সময় নৌবাহিনী জেলেদের আরেকটি দলকে ধাওয়া করলে  জাল ফেলে পালিয়ে যায় তারা ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২২ জন জেলেকে আটক করায় পাদুকোত্তার উপকূলীয় এলাকায় উত্তেজনা আরও বেড়ে গেছে।

এর আগে গত কয়েক মাসে নাগাপাত্তিনাম, কারায়কাল এবং পাদুকোত্তায়ের ২২৭ জন জেলেদের আটক করে লঙকান নৌবাহিনী। এই কয়েক মাসে তামিল জেলেদের মুক্তির দাবি করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি শ্রীলঙ্কা।

এ ব্যাপারে গতকাল তামিল জেলেদের একটি দল প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে দেখা করেন। এসময় তারা  শ্রীলঙ্কায় আটক জেলেদের মুক্তি দাবি করে দেশে ফিরিয়ে আনার আহবান জানায়।

এস আর/