রাজধানীর কমলাপুরে বোমা হামলা, নিহত ১

  • Emad Buppy
  • December 29, 2013
  • Comments Off on রাজধানীর কমলাপুরে বোমা হামলা, নিহত ১
cocktel

cocktelরাজধানীর কমলাপুর রেলস্টেশনে নুরুল ইসলাম নামে পুলিশের এক হাবিলদারের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। আর এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম নিহত হয়েছে বলে জানা গেছে। আজ  বিকেল সাড়ে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।