
বিরোধীদলের ঘোষিত আজকের ঢাকার কর্মসূচী ‘মার্চ ফর ডেমোক্রেসি’কে ঘিরে ভৈরবে আজ দ্বিতীয় দিনের মতো বাস-ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাস কাউন্টারগুলিতে যাত্রী সাধারণ ভীড় করলেও কোনো বাস চলাচল করছে না। প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশি তল্লাশি অব্যাহত আছে। বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীরা বাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
অপরদিকে ভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে ঢাকাসহ সব রোডের ট্রেন চলাচল বন্ধ থাকায় সেখানেও যাত্রীরা কাঙ্খিত গন্তব্যে যেতে না পারায় দুর্ভোগের মধ্যে প্রতিক্ষার প্রহর গুণতে দেখা গেছে।
এদিকে, আজ ভোরে ভৈরব পৌর যুবদলের ১২ নং ওয়ার্ড সভাপতি দুলাল মাস্টারসহ জামির হোসেন, মিলন মিয়া ও স্বপন মিয়া নামের ৪ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।