
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে ৫ কোটি মার্কিন ডলারের ঋণ দিয়েছে চিন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে উদ্ধৃত করে রাশিয়ান টুডের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
প্রেসিডেন্ট মাদুরা জানান, এই অর্থ প্রধানত দেশটির গ্রান মিশন ভিভিয়েনদা নামক আবাসন প্রকল্পে ব্যবহার করা হবে। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট প্রযুক্তি এবং সামরিক উন্নয়ন কাজেও ব্যবহার করা হতে পারে।
ভেনেজুয়েলার ২০১ টি প্রকল্পে চিন অর্থ সংস্থান করে আসছে। এই লক্ষ্যে ২০০৭ সালে চিন এবং ভেনেজুয়েলা একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠন করে। এই তহবিলের অধীনে চিনের পক্ষ থেকে ভেনেজুয়েলাকে এই পর্যন্ত ৩৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের পর থেক চিন-ভেনেজুয়েলার বাণিজ্যিক সম্পর্ক অভাবনীয় মোড় নেয়। উভয় দেশের বাণিজ্যের পরিমাণ ২০০৯ সালে প্রায় ৭.৫ বিলিয়ন ডলারে পৌছায়। ১৯৯৯ সালে যা ছিল বছরে মাত্র ৫০০ মিলিয়ন।