
২০১৩ সালের জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ৮৮.৯১ শতাংশ। ১ লাক্ষ ৭৪ হাজার ৮৫৮ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে এর মধ্যে ১ লাক্ষ ৫৫ হাজার ৪৭৩ জন উর্ত্তীণ হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান আমাদের জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে ১ লাক্ষ ৫৫ হাজার ৪৭১ জন উর্ত্তীণ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭ জাহার ৮৫৩ জন ছাত্র ও ৭ হাজার ৯৮৩ জন ছাত্রী রয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের ৮টি জেলায় প্রথম হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ২য় হয়েছে চিরিরবন্দরের আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এদের মধ্যে শতভাগ পাশ করেছে ৫০৫টি প্রতিষ্ঠানে এবং ১৬টি প্রতিষ্ঠানের কেউ পাশ করতে পারেনি। অন্যদিকে নকল করতে গিয়ে ৫৮জনকে বহিস্কার করা হয়েছে।
সাকি/