
জয়পুরহাটে যৌথ বাহিনীর অভিযান অব্যহত রয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে জেলার তিনটি উপজেলা থেকে ১৮দলের ১২নেতাকর্মীকে আটক করেছে।
জেলা পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত জয়পুরহাটে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৮দলের ১২নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে জেলার জয়পুরহাট সদর উপজেলার ৫জন, পাঁচবিবির ৫জন ও আক্কেলপুরের ২জন রয়েছে। এদের মধ্যে ৫জন বিএনপির, ৫জন জামায়াতের ও ২জন ছাত্রশিবির কর্মী বলে জানা গেছে।
আটককৃতরা জেলায় ১৮দলের হরতাল-অবরোধ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ, রেললাইন উৎপাটন, গাড়ি-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপসহ বিভিন্ন নাশকতার সাথে জড়িত ছিল বলে পুলিশ দাবি করেছে।