এবার আদালত চত্বরে সংঘর্ষ

হাইকোর্ট জলকামান

হাইকোর্ট জলকামানপ্রেস ক্লাবের পর এবার সুপ্রিম কোর্টের ভেতরে দুই দলের মধ্যে সংঘর্ষ চলছে। সকাল থেকে অবরুদ্ধ বিএনপি সমর্থক আইনজীবীদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হলেও সে সময় তেমন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এরপর দুপুর ২ টার দিকে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের ব্যনারে আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীরা আদালত চত্বরে প্রবেশ করে। আর এর পরই দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও প্রতিবেদকের কথা অনুসারে বিএনপি সমর্থক আইনজীবীরা এক পর্যায়ে আদালতের প্রধান ফটক ভেঙ্গে বের হওয়ার চেষ্ঠা করে। সে সময় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের ব্যানারে আওয়ামী লীগ সমর্থীত নেতা কর্মীরা হঠাৎ করে আদালত চত্তরে প্রবেশ করে। এ সময় আদালতের ভেতরে  অবস্থান নেওয়া বিএনপিপন্থী আইনজীবীরা পিছু হটে কিন্তু এর কিছুক্ষণ পরেতারাও রুখে দাঁড়ায়।

এর পরই শুরু হয় সংঘর্ষ। তবে এই সংঘর্ষে এখনও হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

শেষে খবর পাওয়া পর্যন্ত এখনও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।