
বিরোধী দলের গণতন্ত্র বিরোধী অভিযাত্রা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ রুখে দিতে লাঠি মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সংগঠনটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।
রোববার সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে লাঠি মিছিল করে তারা।
এদিকে সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই লাঠি মিছিলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক-সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
তবে বেগম খালেদা জিয়ার পূর্ব ঘোষিত ঢাকা অভিমুখে গণতন্ত্র অভিযাত্রার প্রতিবাদে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যে জমায়েত হওয়ার কথা ছিল সেই অনুপাতে লক্ষ্য করা যায় নি।
এমআইকে/এএস