
এক এগারোর কুশীলবরা আবারও সক্রিয় এবং সোচ্চার হয়েছেন বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ব্যাপারে আপনাদের সবার সজাগ থাকতে হবে। রোববার সকালে গণভবনে জেএসসি ও জেডিসির পরীক্ষার ফল গ্রহণ করার পর তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক এগারোর কুশীলবরা এখন অনেক কথা বলছে। কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার সময় যখন হরতাল দেওয়া হয়েছে তখন কেন তাদের চেতনা জাগ্রত হয় নি। তখন তাদের বিবেক কোথায় ছিল? আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি ও জেডিসির ফলাফলের অনুলিপি তুলে দেন। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।