
‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির আগে ঢাকার সাথে দূরপাল্লার যান চলাচল বন্ধের পর এবার রাজধানীতে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে গেছে নগর পরিবহণ। শনিবার ভোর থেকে নগরীর কোনো রুটে চলছে না বাস।
১৮ দলের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ৫০ জনের অধিক পরিবহন শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মালিক সমিতি। অন্যদিকে, রাজধানীতে লোকাল বাস, কাউন্টার সার্ভিসসহ নগরীর মধ্যে ৯০ ভাগ বাসই বন্ধ হয়ে গেছে।
হরতাল কিংবা অবরোধ ছাড়াই পরিবহনের অপর্যাপ্ততা কর্মস্থলে যোগ দিতে সীমাহীন দূর্ভাগে পড়েছে নগরবাসী। কর্মস্থলে পৌঁছতে একমাত্র ভরসা সিএনজিচালিত অটোরিকশা ও রিক্সা। কিন্তু বাহনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় অতিরিক্ত ভাড়া দাবি করছেন চালকরা।
নগরাভ্যন্তরে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে এখোনও কিছু বলেন নি নগর পরিবহণ কর্তৃপক্ষ।
এসএসআর/এএস