রংপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ বিএনপি নেতা গ্রেপ্তার

  • Emad Buppy
  • December 28, 2013
  • Comments Off on রংপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ বিএনপি নেতা গ্রেপ্তার
rangpur

rangpurরংপুরে শুক্রবার সকাল থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৭ বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, যৌথবাহিনী কাউনিয়া উপজেলা থেকে আজাদ, নুর মোহাম্মদ, মিঠাপুকুর থেকে লুৎফর, শহিদুল, মুজাহিদ এবং পীরগাছা থেকে ফয়েজুল্লাহ এবং মৌজাল নামের ৭ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে।

জেলা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক জানান, আটককৃতদের বিরুদ্ধে গাছকাটা, রাস্তায় আগুন দেওয়া, বিষ্ফোরক দ্রব্যসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।