
দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেনে অগ্নিকান্ডের ঘটনায় দুই জন শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকেই। শনিবার ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম সুত্রে এ তথ্য জানা গেছে। খবর বিবিসির।
রেল কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ভোররাত ৩টার দিকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরাম জেলার প্রশান্তি নিলায়ম আশ্রমের কাছে নদেদ এক্সপ্রেসের একটি এসি বগিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি।
এদিকে, অগ্নিকান্ডের ফলে সৃষ্ট কালো ধোঁয়াও নিহতদের অনেকেই দম বন্ধ হয়ে মারা যেতে পারে ধারণা করছে পুলিশ। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যায়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো ওই হাসপাতালে রাখা হয়েছে।
রেলকর্মকর্তারা আরও জানিয়েছেন, কুয়াশার কারণে উদ্ধারকাজ অনেকটাই বাধাগ্রস্থ হচ্ছে।
এসআর/