
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটে চরম হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। আগামি ৫ই জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে না বলে জানিয়েছে দেশটি। খবর ব্লুমবার্গ নিউজের।
ইউরোপিয় ইউনিয়নের পথ ধরেই যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্বাচনে অংশ না নেয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়।
হিঊম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানায়, বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালীন এই পর্যন্ত ১০০জন নিহত হয়েছে।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর বিরোধীদল নির্বাচন বয়কটের ঘোষণা দেয়। ৩০০ আসনের মধ্যে ১৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। বাকি ১৪৬ আসনের নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।