
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ঢাকামুখী ফরিদপুরের সকল বাস চলাচল বন্ধ রয়েছে। একই সাথে ঢাকা থেকে ফরিদপুরগামী সকল বাস চলাচলাও বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে লোকাল বাস চলাচল।
সরকারি নির্দেশনা মোতাবেক ‘বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন’ শুক্রবার রাত ১২টা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের বাস মালিক ও শ্রমিকরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবত থাকবে বলেও জানানো হয়। অগ্রীম টিকিট নেওয়া যাত্রীদের টাকাও ফেরৎ দেওয়া হচ্ছে।