
ভিসা, পাসপোর্ট কিংবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভারতে অবস্থান করায় দুই বাংলাদেশীকে ৯ মাসের কারাদন্ড দিয়েছে ভারতের প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যজিট্রেটের একটি আদালত। দি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
এরা হলেন মোহাম্মদ শাহিন মোহাম্মদ কালু মাতুব্বর ও মোহাম্মাদ ইলিয়াজ মোহাম্মাদ হাশিম গাজি।
অবৈধভাবে অবস্থানের অভিযোগ করে পুনের পুলিশ জানিয়েছে, এই দুই বাংলাদেশীকে গত ২০ জুন আটক করে এখানকার যিরাওয়াদা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
আদালত সুত্রে জানা গেছে, অবৈধভাবে অবস্থানের দায়ে আদালত তাদেরকে নয়মাসের কারাদন্ড দিয়েছে।এই নয়মাস কারাভোগের পর তাদেরকে আবার দেশে ফেরত পাঠানো হবে।এছাড়া এই দুই জন ভারতে অবস্থানের জন্য তাদের ভিসা, পাসপোর্ট দেখাতে পারেননি আদালতকে।
পুনে শহরে অবৈধ বাংলাদেশীদের অবস্থানের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সিটি পুলিশ মাতুব্বর ও গাজিকে গ্রেপ্তার করে।
এসআর/