
দিনাজপুর সরকারী কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
জানা যায়, গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার পর ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের শুভেচ্ছা মিছিল চলাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে উভয় ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ ছাত্ররা দিগিদ্বিগ ছুটাছুটি করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে গুরুত্বর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ফের সংঘর্ষের আশঙ্কায় কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
সাকি/