
নয়া পল্টনে মার্চ ফর ডেমোক্রেসির সমাবেশে খালেদা জিয়া উপস্থিত থাকবেন বিএনপির এক নেতা এ ঘোষণা দেওয়ার পরপরই তার প্রোটকল প্রত্যাহার করে নিয়েছে পুলিশ। সেই সাথে বিরোধী নেতার গুলশানের বাসভবনে সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
শনিবার রাত সাড়ে আটটায় গুলশান পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ প্রেসক্লাবের তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি যে কোনো মূল্যে সমাবেশ করবে এবং সেই সমাবেশে খালেদা জিয়া উপস্থিত থাকবেন। তার এ ঘোষণার পর খালেদার গুলশানের বাড়ির সামনের সড়কে দুই পাশেই ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। ফটকের সামনে মহিলা পুলিশও অবস্থান নিয়েছে।
রাত ৮টার দিকে খালেদা জিয়ার দলীয় কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ৮টা পর্যন্ত তিনি বের হননি।
গত মঙ্গলবার ‘ঢাকামুখী কর্মসূচি’ ঘোষণার পরপরই খালেদার বাড়ির পাহারায় পুলিশ বাড়ানো হয়।