১৮ দলের আন্দোলন ১৬ কোটি মানুষের জন্য: মঈন খান

  • Emad Buppy
  • December 27, 2013
  • Comments Off on ১৮ দলের আন্দোলন ১৬ কোটি মানুষের জন্য: মঈন খান
mahin khan

mahin khanবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আন্দোলন করছে। আমাদের এই আন্দোলন কোনো দলের নয়। এ আন্দোলন বাংলাদেশের ১৬ কোটি মানুষের গণ আন্দোলন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, গণ মানুষের দাবির প্রেক্ষিতে আমরা এই আন্দোলন করছি। তারই ধারাবাহিকতায় গত ২৪ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে ‘ঢাকামুখী অভিযাত্রা’ ঘোষণা করেছেন।

তিনি বলেন, বর্তমান সরকার বেগম জিয়ার ঘোষিত শান্তিপূর্ণ ঢাকামুখী অভিযাত্রা ঠেকাতে মরিয়া হয়ে উঠছে। তারা বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশে করতে দেবে না। ইতোমধ্যেই সরকারের মন্ত্রীরা সমাবেশ প্রতিহতের ঘোষণাও দিয়েছেন।