
বঙ্গবন্ধু অ্যাভিনিউর সাধারণ বীমা কর্পোরেশন ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বেলা আড়াইটার সময়ে ভবনের ৪র্থ তলায় নথিপত্রের গুদাম ঘরে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
প্রত্যক্ষ দর্শী জানায়, হঠাৎ ভবনটির ছাদের উপর থেকে কালো ধোঁয়া বেরুতে দেখা যায়। এর কিছুক্ষণ পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা চলে আসে। তারা তিনটি ইউনিট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করছে তারা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা যায়, ভবনটির ২য় তলায় সাধারণ বীমা কর্পোরেশনের অফিস রয়েছে।