ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শোয়েব আহমেদকে(২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলা শহরের টিএ রোডের ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শোয়েবের বিরুদ্ধে হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া সরকারি কলেজের বিভিন্ন অনিয়মের সাথে সে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে টিএ রোডের ফকিরাপুল এলাকা থেকে শোয়েবকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম শোয়েবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।