গণতন্ত্রের অভিযাত্রাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতিসহ বিএনপির ১২নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গতকাল বৃহ্স্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অবরোধ ও হরতালের নাশকতা চেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শোয়েব আহমেদ (২৫) সহ বিএনপির ১২জনকে গ্রেপ্তার করে পুলিশ। জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের অনেকের পরিচয় পাওয়া যায় নি।
এছাড়াও প্রতি রাতেই জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ ও র্যাবের অভিযান অব্যাহত আছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ১২জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএফ